নিউজ ডেস্ক: বাংলাদেশ মুঠোফোন আমদানীকারক সমিতি(BMPIA) সদ্যসমাপ্ত ২০১৬ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে। ২০১৬ সালে সর্বমোট আমদানীকৃত হ্যান্ডসেটের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ। আর এর সিংহভাগই এসেছে সিম্ফনী ব্র্যান্ড-এর নামে। ১ কোটি ১৬ লক্ষ হ্যান্ডসেট আমদানীর মাধ্যমে সিম্ফনী সর্বোচ্চ সংখ্যক ডিভাইস আমদানীর কৃতিত্ব অর্জন করলেও আর্থিক মূল্যের ভিত্তিতে শীর্ষ আমদানীকারক ছিলো কোরিয়ান মাল্টিন্যাশনাল স্যামসাং। সদ্যসমাপ্ত এ বছরে ফিচারফোনের আমদানী ৫ শতাংশ বৃদ্ধি পেলেও স্মার্টফোনের আমদানী ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট পরিমাণ দাঁড়িয়েছে ৮২ লক্ষ।
অপেক্ষাকৃত বৃহৎ ডিসপ্লে সমৃদ্ধ হ্যান্ডসেটের প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের আগ্রহ বরাবরের মতই বিদ্যমান রয়েছে। গতবছর সর্বোচ্চ সংখ্যক স্মার্টফোন আমদানী হয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে মাপের। সংখ্যার হিসেবে যা মোট স্মার্টফোনের প্রায় ৪৭ শতাংশ।