নিউজ ডেস্ক:
দু’দিনের সরকারি সফরে অস্ট্রিয়ায় আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, মঙ্গলবার ভিয়েনা স্থানীয় সময় বিকেল ৭টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১২ ফ্লাইটে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফর।
প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, প্রাণিসম্পদ ও কৃষিখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে একমত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রিয়া। একইসঙ্গে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে সহযোগিতা বাড়াতেও দু’পক্ষ মতৈক্যে পৌঁছেছে।