নিউজ ডেস্ক:
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ভাস্কর্য সরানোর দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন তারা।
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলপূর্ব সমাবেশে হেফাজতের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, মূর্তি সরিয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করছি তিনি (প্রধানমন্ত্রী) যেন সবসময় ইসলামের খেদমত করতে পারেন।
হেফাজত নেতা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশের বিভিন্ন স্থানে এখনো অনেক মূর্তি রয়েছে, তা অবিলম্বে সরাতে হবে। কোনোভাবে রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেওয়া হবে না। এ দেশে মূর্তি সংস্কৃতি চলবে না।
হেফাজতের আরেক নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, দেশের মাটিতে আর কোনো মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তৌহিদি জনতা দাঁতভাঙা জবাব দেবে। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।
বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর রাতে সেটি সরিয়ে নেওয়া হয়।