রিপোর্ট : ঝালকাঠি প্রতিনিধি: জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০১৮ ভোট গ্রহনকে কেন্দ্র করে ঝালকাঠিতে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে সাংবাদিকের তোলা ছবি ক্যামেরার মেমরি কার্ড থেকে ডিলেট করা এবং সিলেটে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের ওপর হামলা সহ সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ)।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সিলেট আদালত প্রাঙ্গনে লিয়াকত বাহিনীর হামলায় যমুনা টিভির সাংবাদিক নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানকে হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং তাদের ক্যামেরা ভাংচুর করে। অপরদিকে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার সময় ঝালকাঠি আইনজীবি সমিতির নির্বাচনে ভোট গ্রহনের ছবি তোলাকে কেন্দ্র করে ইনডিপেডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রহিম রেজা, জাগো নিউজের প্রতিনিধি আতিকুর রহমান, এসএ টিভি প্রতিনিধি অলোক সাহা ও প্রথম আলো প্রতিনিধি পারভেজ ক্যামেরা ছিনিয়ে নিয়ে ক্যামেরার মেমরি কার্ড থেকে নির্বাচন কেন্দ্রের ছবি ও নির্বাচনে ভোট গ্রহনের ছবি ডিলেট করে সাংবাদিদের লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও সাংবাদিকদের সহযোগিতায় তাদের উদ্বার করা হয়।
এ বিষয় সাংবাদিক আতিক জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহন চলা কালীন সময় আমরা কয়েকজন সাংবাদিক ভোট গ্রহন কেন্দ্রের ছবি তুলতে গেলে সেখানে অবস্থানরত আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন লোক এসে আমাদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে গিয়ে ক্যামেরায় তোলা ম্যমোরী কার্ডের ভিতরে সংরক্ষিত কিছু ছবি তারা ডিলেট করে এবং লাঞ্চিত ও অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও অন্যান্য সাংবাদিকদের সহযোগীতায় আমাদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তীব্র নিন্দা প্রকাশ করেন সেই সাথে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিক নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ গড়তে ও ১৪ দফা দাবী বাস্তবায়ন করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশে প্রতিনিয়ত কোন না কোন স্থানে সাংবাদিক নির্যাতন, লাঞ্চিত, হয়রাণী ও হামলার শিকার হচ্ছে । তাই সরকার ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তার নিকট সাংবাদিক নির্যাতন, লাঞ্চিত, হয়রাণী ও হামলাকারী দোষীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবী সহ সাংবাদিক নির্যাতন, লাঞ্চিত, হয়রাণী ও হামলা বন্ধে সরকারকে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী করেন।