দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য

0
9

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
নিউজ ডেস্ক:‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি নুঝাত পারভীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে একটি বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছেন। বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করতে বিনা মূল্যে বই বিতরণ ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এসডিজি-৪ (অন্তর্ভুক্তিমূলক ও সার্বজনিন মানসম্মত শিক্ষা) অর্জনে সরকার শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। বর্তমানে দেশে শিক্ষার হার ৭৩ শতাংশ ও স্কুল পর্যায়ে ভর্তির হার ৯৮ শতাংশ। এখন জাতীয় পর্যায়ের সঙ্গে চুয়াডাঙ্গাকে যুক্ত করতে হবে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, ‘আমাদের যোগাযোগ-দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি জীবনমান ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য।’
এর আগে সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জীবননগর:
‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ স্লোগানে জীবননগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল রোববার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় জীবননগর উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বিনেশচন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, শিক্ষক আবু সুলতান আহম্মেদ, মফিজ উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মেহেরপুর:
‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক কবির আহমেদ মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. ফজলে রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, পলাশী পাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোসার্রফ হোসেন, শিক্ষার্থী এলিসা প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুদল্লাহ আল আমিন ধুমকেতু। আলোচনা সভায় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ১২টার দিকে মুজিবনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
ঝিনাইদহ:
‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। গত রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে কেসি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ নুরুজ্জামান, সদর থানার পরিদর্শক (অপারেশন) মহাসিন হোসেন প্রমুখ।