দেশীয় পিস্তুলসহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

0
8

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার নাথকুণ্ডু এলাকায় অভিযান চালিয়ে দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে কাটা রাইফেল, দেশীয় পিস্তল, রাইফেলের গুলি ও মোবাইল উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসীরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম ওরফে আশা (৩৫) ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সুলতান খানের ছেলে আশানুর রহমান (৩৮)। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁদের আটক করা হয়।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ডাকবাংলার নাথকুন্ডু এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসাদুল ইসলাম ওরফে আশা ও আশানুর রহমান নামের দুই সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি কাটা রাইফেলের গুলি, দুটি মোবাইল সেট ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
আটক আসাদুল ইসলাম একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপর দিকে, আশানুর রহমানও একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আশানুর ইতিপূর্বে সন্ত্রাসী কার্যকলাপ করে ভারতে পলাতক থেকে নিজের ভুয়া মৃত্যু সনদপত্র সংগ্রহ করে আদালতে দাখিল করেন। এর ফলে তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলোর যাবতীয় কার্যক্রম স্থগিত হয়ে যায়। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে ব্যাপকভাবে লিপ্ত হয়। আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।