দূর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে

0
11

দুর্নীতি বাল্যবিয়ে, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় ডিসি গোপাল চন্দ্র দাস
নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় দুর্নীতি বিরোধী, বাল্য বিবাহ মুক্ত, মাদক ও সন্ত্রাসী বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হারদী ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি নির্ভর জেলা। চুয়াডাঙ্গা জেলা ভালো ভুটা হচ্ছে, চুয়াডাঙ্গা জেলার ব্লাক বেগল গোট বিশ^ বিখ্যাত। আবারও চুয়াডাঙ্গা জেলা বাল্য বিবাহের বাংলাদেশে দ্বিতীয়, চুয়াডাঙ্গা জেলা আত্মহত্যায় বাংলাাদেশে দ্বিতীয়। কোন ছাত্রী স্কুলে আসছে না, তাদের বাল্য বিয়ে হয়ে যাচ্ছে। আপনারা আমাদের এ ব্যাপারে ইনফর্ম করবেন। আপনাদের সবাইকে বাল্য বিবাহ সম্পর্কে সচেতন হতে হবে। বাল্য বিয়ের ফলে একটা বালিকা যে বাচ্চা প্রসব করবে, সেটা অপুষ্টি অসুস্থ হবে। তিনি বলেন, আমাদের যদি সোনার বাংলা গড়ে তুলতে হয়, তাহলে সুনাগরিক হতে হবে। একটা অসুস্থ বাচ্চা কখনো সুনাগরিক হতে পারেনা। জেলা প্রশাসক বলেন, দুর্নীতি রোধ করতে হলে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে। যদি আপনারা নিজেরই সচেতন হন, চাকরীর পরীক্ষার পর, যে ৫ জন পরীক্ষা দেবে তারা যদি কেউ কাউকে টাকা না দেন তাহলে কেউ দূর্নীতি করার সুযোগ পাবে না, মেধার ভিত্তিতেই চাকরি হবে। এভাবে সব ক্ষেত্রে আপনারা যদি সচেতনতা গড়ে তুলেন তাহলে দূর্নীতি দূর হবে। তিনি বলেন, মাদকের কারণেই কিন্তু সন্ত্রাসের জন্ম। তাই যে কোন মূল্যে মাদক নির্মূল করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন, উপর থেকে দুর্নীতি বন্ধ করতে হবে। আমি যেহেতু জেলার প্রায় ১২ পুলিশের নেতৃত্ব দিই। আমার পুলিশ বাহিনীর কেই যদি কোন মাদক, দুর্নীতির সাথে জড়িত থাকে, সে বিষয়টি আমাকেই দেখতে হবে। তাই আপনারা যার যার অবস্থান থেকে যদি স্বচ্ছতার সাথে কাজ করেন, তাহলে দূর্নীতি রোধ করা সম্ভব। তিনি বলেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই আমরা মাদকের বিষয়ে কোন আপোষ করবো না। মাদক সন্ত্রাসের সুঁতিকাগার। মাদক নির্মূল করতে পারলে, সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করা সম্ভব। তাই এ দেশটাকে একটা সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সবাই সচেতন হই।
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান। প্রভাষক একেএম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন হারদী এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, ৫নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান প্রমুখ।