নিউজ ডেস্ক:
জিওনি এখন বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে। এই জনপ্রিয়তাকে মাথায় রেখে দারুণ সব স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। আর এদের স্মার্টফোন বাজারে এলেই টেকনোলজি প্রেমীদের মধ্যে সাড়া পড়ে যায়। সম্প্রতি আবারো আলোড়ন তুলছে জিওনির নতুন ফোন ‘S10’। প্রথমে চীনে জিওনির এ সিরিজের ফ্ল্যাগশিপ ছাড়ার পর আনা হলো ‘S10’।
ভারতের বাজারে এ মাসের প্রথম দিকে ‘জিওনি A1’ এর বিরাট কোহলি সিগনেচার এডিশন ছাড়া হয়েছে। জিওনি এস10, এস10বি এবং এস10সি- এই তিনটি ভার্সন ছাড়া হয়েছে। এস10 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো- এতে দেওয়া হয়েছে চার-চারটি ক্যামেরা। দুটো পেছনে আর দুটো সামনে। পেছনের একটি ১৬ এবং অন্যটি ৮ মেগাপিক্সেল সেন্সরের। এ ছাড়াও ৬পি লেন্স এবং এফ/১.৮ অ্যাপারচারও যুক্ত হয়েছে।
সামনের ক্যামেরা সেলফির জন্য অনন্য। ২০ আর ৮ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। চীনের বাজারে এর দাম ধরা হয়েছে ২৫৯৯ চাইনিজ ইয়েন অর্থাৎ ভারতীয় টাকায় ২৪,৭৮৩টাকা। ৫.৫ ইঞ্চি ফুল-এইচডি স্ক্রিনের ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও পি২৫ চিপসেট। র্যাম কিন্তু থাকছে ৬ জিবি। ইন্টারনাল মিলবে ৬৪জিবি স্টোরেজ। ব্যাটারি বেশ শক্তিশালী, ৩৪৫০এমএএইচ। খুব তাড়াতাড়ি ভারত ও এর আশপাশের দেশে চলে আসবে ফোনটি।