নিউজ ডেস্ক:খুলনা থেকে হারিয়ে যাওয়া দুই শিশুকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা-পুলিশ। গতকাল রোববার দুই শিশুকে তাদের পিতা মাতার কাছে ফিরিয়ে দেয়া হয়। হারানো দুই শিশু খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ফাইম হোসেন (১১) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের মাহাবুর রহমানের ছেলে জিসান (১৩)।
জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার এক যুবক থানায় ফোন দিয়ে জানায় বারবাজার রেলওয়ে স্টেশনে দুই শিশু কান্নাকাটি করছে। খবর পেয়ে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে। এ সময় শিশুদেরকে খাবার খাইয়ে তাদের নাম- ঠিকানা জেনে পরিবারকে খবর পাঠানো হয়। গতকাল দুপুরে তাঁদের পরিবারের সদস্যরা থানায় আসলে শিশু দুজনকে তাদের বাবা মায়ের কাছে তুলে দেয়া হয়।
এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, শনিবার রাত সাড়ে ৬ টার সময় উপজেলার বারবাজার এলাকার এক যুবক থানায় ফোন দিয়ে বারবাজার রেলওয়ে স্টেশনে দুই শিশু কান্নাকাটি করছে বলে জানায়। পরে শিশু দুটিকে উদ্ধার করে তাদের পরিবারেকে খবর দেয়া হয়।