নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। আর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ার পর এই প্রথমবারের মতো দল থেকে বাদ পড়ছেন টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত মুমিনুল হক ও তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিবিসি।
সর্বশেষ শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে একাদশে ছিলেন না দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। এবার বাদ পড়লেন মূল স্কোয়াড থেকেই।
স্কোয়াডে ফেরা ডানহাতি অলরাউন্ডার নাসির সবশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন। এখন পর্যন্ত ১৭ টেস্টের ২৮ ইনিংসে ব্যাট করা নাসির একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি সহ ৩৭.৩৪ গড়ে ৯৭১ রান করেছেন। টেস্টে তার ৮টি উইকেটও আছে। অন্যদিকে, পেসার শফিউল সর্বশেষ টেস্ট খেলেছেন গত অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও তাসকিন আহেমদ।