এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল প্রকৃত মালিককে তুলে দেন।
১৪ জুন বুধবার সকাল ১১টায় দিনাজপুর পুলিশ লাইনে ২ জন মোটর সাইকেল প্রকৃত মালিককে মোটর সাইকেল দেয়া হয়। পুলিশ সুপার মোঃ হামিদুল আলম জানান, আমরা আরো ৮জন প্রকৃত মালিককে পেয়েছি। আনুষ্ঠানিক ভাবে এ মোটর সাইকেল তাদের দেয়া হবে এবং পর্যায় ক্রমে উদ্ধারকৃত চোরাই মোটর সাইকেল মালিকদের পাওয়া গেলে মোটর সাইকেলগুলি দেয়া হবে। ২ জুন মোটর সাইকেল পাওয়া মোঃ মোক্তার হোসেন-এর ডিসকভার ১৩৫ ও ইয়ামাহা আবু তালেব মোঃ সাজেদুল ইসলামের হাতে চাবি দেয়া হয়। মোক্তার হোসেন জানান, গত ৫ মে পুলহাট নতুন বাজারে সকাল ৬টায় বাজার করতে এসে আমার মোটরসাইকেলটি হারিয়ে যায়। সাজেদুল ইসলাম জানান, ১৫ মে সুইহাড়ী বাস টার্মিনালে বিকেলে আমার মোটর সাইকেলটি হারিয়ে যায়। তারা জানান, এভাবে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত থাকলে দিনাজপুরের চুরি হওয়া মোটর সাইকেল পাওয়া যাবে।