এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ রেজওয়ানুর রহমান রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। তারা রেজার শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লে¬খ, রেজওয়ানুর রহমান রেজা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিগত কয়েক মাস যাবৎ ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। উন্নত চিকিৎসার জন্য কলকাতার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুন বুধবার সকাল আনুমানিক ৬টায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি মা, স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।