দিনাজপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ১ যুবকের মৃত্যু

0
11

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার (দিনাজপুর-গোবিন্দগঞ্জ) মহাসড়কের ভাদুরিয়া নামক স্থানে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ জন। 

মঙ্গলবার সকালে দুর্ঘটনায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত গোলাম উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪৫) নিহত হয়। নিহত হারুনুর রশিদ রড-গ্রিলের দোকান মালিক। স্থানীয় এলাকাবাসীগণ জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে তিনি তার দোকানের উদ্দেশ্যে রওনা হওয়ার পথিমধ্যে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এর সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটেছে।
দিনাজপুরের নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, আহত হারুনুর রশিদকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিসিন কর্নারে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। আহতজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।