এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ২০৪১ সালের মধ্যে দেশে আর কেউ গরিব থাকবে না উল্লেখ করে বলেছেন, বিএনপি-জামায়াতের আমলে মানুষ না খেয়ে মরেছে। সার কিটনাশক আনতে গিয়ে কৃষক গুলি খেয়েছে। অভাব বাংলার মানুষকে ঝাপটে ধরেছিল। বিদ্যুতের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তাই ফলাফল ছিল জিরো। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের প্রত্যেকটি মানুষ স্বাবলম্বি হবে। কেউ গরিব থাকবে না। ২০৪১ সালের ভিশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই গ্রামের প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌছে দিয়েছে। তিনি আরো বলেন, সর্বক্ষেত্রে উন্নয়ন যখন আলো ছড়াচ্ছে ঠিক সেই মুহুর্তে ইসলামকে পুজি করে কতিপয় বিএনপি-জামায়াতের দালাল মিথ্যাচার করে উন্নয়নকে বিঘিœত করার চেষ্টা করছে। আওয়ামীলীগ ক্ষমতায় গেলে, মানুষ নামাজ পড়তে পারবে না, এ দেশ হিন্দুস্থান হয়ে যাবে, বিএনপি-জামায়াতের এই শ্লোগান মিথ্যায় প্রমানিত হয়েছে। আজ মানুষ নামাজ পড়ছে, রোজা করছে। আওয়ামীলীগের শাসন আমলে কওমি মাদ্রাসা সহ মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগসহ মর্যাদা দিয়েছে। ২০১৯ সালে নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে ধর্মনিরপেক্ষতার আদলে সকল ধর্মের মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো এক ধাপ এগিয়ে যাবে। এ দেশকে সোনার বাংলাদেশে রুপান্তি করা হবে।
২ জুন শুক্রবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নে ৭৫০ টি বাড়ীতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলী, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, যুগ্ম সম্পাদক মাতলুবুল মামুন, ৮নং শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আতাউর রহমান। একই দিন দিনাজপুর সদর উপজেলার মোহনপুর আত্রাই নদীতে রাবার ড্যাম প্রকল্পের আওতায় আত্রাই নদীর প্রবাহমান পানিতে ভাসমান খাচায় মাছ চাষ ও রাবার ড্যাম পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।