এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর জেলা জাতীয় জাতীয় পার্টি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে শনিবার শহরের প্রান কেন্দ্র গনেশতলায় হোটেল চাইনিজ মার্টিন রেষ্টুডেন্টে মাহে রমজানে দলীয় নেতা কর্মিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের পূর্বে বিকাল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. মোঃ নুরুল ইসলাম (৪), তৈহিদুল ইসলাম স্বপন, সাইফুল্ল্যা চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. মোঃ জুলফিকার হোসেন, হাসান মোঃ নিজামুদ্দৌলা মতি, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম প্রমূখ।
জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফরহাদ হোসেন সভা পরিচালনা করেন।