মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ই মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রাব্বি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়।
অন্য দিকে ১১টায় শিশু একাডেমী প্রাঙ্গণে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিবের সভাপতিত্বে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, নিবন্ধনকৃত সমিতিসমূহের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি-সনাক আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সনাক ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।