গরু ও ফেন্সিডিলসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল উদ্ধার
নিউজ ডেস্ক:: দামুড়হুদা ও জীবননগরের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেন্সিডিল, মদসহ বিভিন্ন কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযান চালিয়ে এ সকল চোরাচালানী উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লা গ্রামের মাঠ থেকে দু’টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
একইদিন রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের আমবাগান থেকে ৪১ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৪শ’ টাকা।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ৬ জোড়া স্যান্ডেল, ১৮টি হারবাল ক্রীম, ৪টি ফেসওয়াশ, ১টি ক্রীম, ১টি নবরত্ম তৈল, ২২টি ব্রা, ১১টি লুঙ্গী, ২টি পাঞ্জাবী, ৪০টি নাইটি, ৪টি সাবান এবং ১ প্যাকেট চা-পাতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার ৫শ’ টাকা।
অপরদিকে, গত সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর পাঁকা রাস্তা নামক স্থান হতে ২৭২টি মোটরসাইকেলের বিভিন্ন প্রকার খুচরা যন্ত্রাংশ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৬ হাজার ৩শ’ টাকা।
একইদিন মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনার পাঁকা রাস্তার উপর থেকে ২০৫০ টি কপালের টিপ, ৪৪ প্যাকেট পান মসল্লা, ৮০০টি পাতার বিড়ি, ৮টি হিজাবের কাপড়, ৬০৪০টি চুলের কালি এবং ৪৮৩০টি ময়ূরের পাখনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৮ হাজার ৭৮০ টাকা।
উদ্ধারকৃত ৪১ বোতল ফেন্সিডিল, ৪ বোতল মদ, ২৭২টি মোটর সাইকেলের বিভিন্ন প্রকার খুচরা যন্ত্রাংশ, ২টি গরু, ২০৫০টি কপালের টিপ, ৪৪ প্যাকেট পান মসল্লা, ৮০০টি পাতার বিড়ি, ৮টি হিজাবের কাপড়, ৬০৪০টি চুলের কালি, ৪৮৩০টি ময়ূরের পাখনা, ৬ জোড়া স্যান্ডেল, ১৮টি হারবাল ক্রীম, ৪টি ফেসওয়াশ, ১টি ক্রীম, ১টি নবরতœ তৈল, ২২টি ব্রা, ১১টি লুঙ্গী, ২টি পাঞ্জাবী, ৪০টি নাইটি, ৪টি সাবান এবং ১ প্যাকেট চা-পাতার সর্বমোট মূল্য ১০ লাখ ৯১ হাজার ৯৮০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ, গরু এবং অন্যান্য মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।