.দামুড়হুদায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

0
8

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের আমবাগানে ১১বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক একরামুল হককে (২২) আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। ধর্ষক একরামুল হক দামুড়হুদার গোবিন্দপুর গ্রামের পল্টুর ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৪ মে) সকালে জেলার দামুড়হুদা উপজেলা পুড়াপাড়া গ্রামের কৃষকের কন্যা (১১) বাড়ীর পার্শ্ববর্তী আমবাগানে আম কুড়াতে যায়। এসময় একই গ্রামের ঘরজামাই একরামুল হক বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। তার চিৎকারে লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে আক্কাস আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করে। এরপর থানা পুলিশ শনিবার বেলা ১১টার দিকে থানার সেকেন্ড অফিসার গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে একরামুল হক তার নিজ বাড়ীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের নিজ রাড়ী থেকে তাকে আটক করে। দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।