দামুড়হুদায় ভারতীয় রূপার গহনাসহ এক চোরাকারবারি আটক

0
25

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ওজনের ভারতীয় রূপার চেইন ও নূপুরসহ মোঃ টাবলু (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি হলো দামুড়হুদা উপজেলার জয়রামপুর (স্টেশন পাড়া) গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ মাহবুবুর রহমান, এএসআই মোঃ হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হালিমের চায়ের দোকানের সামনে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রূপার তৈরী বিভিন্ন মডেলের ভারতীয় চেইন ও নূপুরসহ টাবলু নামের এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ¯েপশাল পাওয়ার এ্যাক্ট আইনে মামলা দায়ের করে তাকে বেলা ৪ টার দিকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। # #