দামুড়হুদায় বিজিবির অভিযানে ২০ বোতল মদ উদ্ধার

0
9

নিউজ ডেস্ক:দামুড়হুদায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিতবার রাত সাড়ে ৯টার দিকে এ মদ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা কামারপাড়া নদীর ধারে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।