দামুড়হুদায় বিজিবির অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
11

নিউজ ডেস্ক:দামুড়হুদার হঠাৎপাড়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৪টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হঠাৎপাড়া তিন রাস্তার মোড় হতে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৪শ’ টাকা।