দামুড়হুদায় ফেনসিডিলসহ মোস্তাফিজুর আটক

0
8

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে মোস্তাফিজুর (২৬)। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এমসআই) সাইদুজ্জামান ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়ির গোয়ালঘরে তল্লাশী করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পরে তাঁকে আটক করে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবারই তাঁকে মামলাসহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।