দামুড়হুদায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
8

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঝাঁঝাঁডাঙ্গা থেকে ১ শ বোতল ফেনসিডিলসহ শাহিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক শাহিন ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নাস্তিপুরের দিক থেকে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের দিকে ফেনসিডিলের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর ফোর্স নিয়ে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের সড়কের ধারে অবস্থান নেন। এ সময় ভোর চারটার দিকে ঝাঁঝাঁডাঙ্গা কবরস্থানের সামনে দিয়ে আসা পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী শাহিনকে আটক করেন তাঁরা। পরে তাঁর কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকালই শাহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।