দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত-২

0
10

নিউজ ডেস্ক:দামুড়হুদায় পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের কালিয়াবখরী গ্রামের বসতিপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো- দামুড়হুদা নতিপোতা ইউনিয়নের মৃত মনির উদ্দীনের ছেলে আব্দুল মতিয়ার (৬৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান (২৫)। জানা যায়, জমি-জমা নিয়ে নিকট আত্মীয় একই এলাকার মৃত সাকুন মন্ডলের ছেলে শরিফের সাথে দীর্ঘদিন ধরে বিবাধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় শরিফের ছেলে সোলাইমান পাওয়ারট্রিলার দিয়ে ইমরানের মোটরসাইকেলেকে ধাক্কা দেয়। এ সময় ইমরানের সাথে সোলাইমানের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এরই একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে আব্দুল মতিয়ারের মাথায় কোপ লেগে গুরুত্বর জখম হয়। লাঠি ও বাশের আঘাতে ইমরান ও আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাাতলে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি রাখে।