দামুড়হুদায় জাহিদুল মেম্বারসহ ৩ জন শ্রীঘরে

0
7

নিউজ ডেস্ক:দামুড়হুদায় ভুট্টা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ও চাঁদাবাজির মামলায় জাহিদুল মেম্বারসহ তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে ভুট্টা ব্যবসায়ী বিষ্ণুপুরের ফিট্টু জাহিদুল মেম্বারসহ ৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে দামুড়হুদা মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার অপর তিন আসামি হলেন জুড়ানপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সামসুল হকের ছেলে আলী হোসেন (২৮), দামুড়হুদা খাপাড়ার সামসুলের ছেলে লিখন (২০) এবং একই পাড়ার পটলের ছেলে শাওন (২২)। গত সোমবার বিকেলে দামুড়হুদা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফজুর চায়ের দোকানে চাঁদার দাবি করে আসামিরা ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে। পরে এ ঘটনায় থানায় মামলা হয়।