নিউজ ডেস্ক:দামুড়হুদায় শাফা কেমিক্যাল কোম্পানি নামের একটি ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শাফা কেমিক্যাল কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিক তরিকুল ইসলামকে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান।
জানা যায়, কোনো নিয়ম-কানুন ছাড়া কার্পাসডাঙ্গা বাজারের লাইসেন্সবিহীন একটি ফ্যাক্টারিতে ডিটারজেন্ট পাউডার তৈরি হচ্ছে, এমন একটি অভিযোগের ভিত্তিতে ওই ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ডিটারজেন্ট ফ্যাক্টরি পরিচালনার বিএসটিআই এর লাইসেন্স দেখালেও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় প্রতিষ্ঠান মালিক তরিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি টিম।