প্রায় সাড়ে ৭ লাখ টাকার আতশবাজি ও মদ উদ্ধার
নিউজ ডেস্ক:দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে আতশবাজি ও মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রবিবার পৃথক অভিযান চালিয়ে এ সকল চোরাচালানী উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ডুগডুগি বাজার থেকে ১১,২০০টি আতশবাজি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২৮ হাজার টাকা।
এদিকে, গত রবিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের মাঠ থেকে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫শ’ টাকা।
উদ্ধারকৃত ১১,২০০টি আতশবাজি এবং ১১ বোতল মদ’র সর্বমোট মুল্য ৭ লাখ ৪৪ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত আতশবাজি কাস্টমস অফিস ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।