.দামুড়হুদার জয়রামপুরে ১ শ গ্রাম গাঁজাসহ দুজন আটক

0
10

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন জয়রামপুর কুটিরপাড়ার মৃত রশিদ সরকারের ছেলে আজাদ (২২) ও এইক পাড়ার মৃত মণ্টু মিয়ার ছেলে মামুন (২২)। গতকাল শনিবার রাত নয়টার দিকে জয়রামপুর কুটিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীন ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কুটিরপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মৃত রশিদ সরকারের ছেলে আজাদ ও এইক পাড়ার মৃত মণ্টু মিয়ার ছেলে মামুনকে আটক করেন তিনি। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরোধে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।