দামুড়হুদায় সুধী সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আর বিকেল ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সুধী সমাজের সঙ্গে সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি জেনারেল আবেদ উদৌলা টিটন, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল গফুর, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, এনজিও প্রতিনিধি ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এনামুল কবীর, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ ও দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন।
সভায় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যা বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়ন, তিন ফসলি জমি রক্ষা, সরকারি সম্পত্তি ও হাট-বাজার দখলমুক্তকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালাল মুক্তকরণ, মাদক, চোরাকারবারি, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, সড়ক সংস্কার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলার উন্নয়নসহ সমাজের অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী মল্লিক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দামুড়হুদা থানা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্যসচিব মিলন মোল্লা, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, দর্শনা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এমডিকে সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার হারুন অর রশীদ।
অপর দিকে, বিকেলে সাংবাদিকদের সঙ্গে সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আর আমার একার পক্ষে এ উপজেলার সমস্ত বিষয়ে খোঁজখবর রাখা সম্ভব নয়। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে পুরো উপজেলার চিত্র দেখতে চাই। এ উপজেলার সাংবাদিকরা সাহসের সাথে সঠিক, সত্য যাচাই করে সত্য প্রচার করবে। তাতে যদি কোনো সাংবাদিককে কেউ বিপদে ফেলার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকরা সমাজের আয়না, তারা সবসময় সত্যের পক্ষ থেকে রাষ্ট্রের সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত এবং তা দূরীকরণে কাজ করবে এমনটা প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক মুরশেদ বীর ফয়সাল তানজির, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সম্পাদক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, দপ্তর সম্পাদক এস এম সুজন, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান, সদস্য শাহাজালাল বাবু, হেলাল উদ্দিন, মেহেদী হাসান মিলন প্রমুখ।