দলে কোনো গ্রুপিং-বিভেদ থাকবে না

0
9

চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার 

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়নের উদ্বোধন, ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও মুজিববর্ষ (বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী) উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের আস্থা অবিচল। নতুন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু দিকনির্দেশনা রয়েছে। আওয়ামী লীগের তৃনমূলের নেতা-কর্মীর সংখ্যা কম নয়, অনেক, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না। আমরা অমুক কিংবা তমুক নেতার পক্ষ হয়ে গ্রুপিং করে রাজনীতি করছি। এতে আমাদের নিজেদের মধ্যে চরমভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে। এখন থেকে কোনো গ্রুপিং কিংবা বিভেদ থাকবে না, আমাদের একটাই পরিচয় আমরা বঙ্গবন্ধুর সৈনিক।’ তিনি আরও বলেন, ‘নতুন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করার সময় বিএনপি-জামায়াতের কেউ যেন সদস্য হতে না পারে। আপনারা কয়েক দিনের মধ্যেই ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির মিটিং করে সবাই সম্মিলিতভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু করুন এবং ওয়ার্ডগুলোর সম্মেলন সম্পূর্ণ করুন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় প্রস্তুতি গ্রহণ করুন।’
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক।
এ ছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ মোর্তুজা, পীর মোহাম্মদ, আলী মর্তুজা কচি, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল জাহাঙ্গীর মালিক খোকন, সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনী টিটু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র মুন্সী মোহাম্মদ খোকন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান খোকন, মহিলাবিষয়ক সম্পাদিকা নুর নাহার কাকুলী, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সুজা উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক বদর উদ্দিন খান, সহদপ্তর সম্পাদক মজনুল হক পচা, পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাইদুর রহমান, সাবেক কাউন্সিলর শহিদুল কদর জোয়ার্দ্দার, সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বিশ্বাস খোকন, রফিকুল হাসান বিট্টু, নাসির আহাদ জোয়ার্দ্দার, সাইফুল ইসলাম মিনু প্রমুখ।