দর্শনা ৫৬৪ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট চালক আটক

0
25

নিউজ ডেস্ক:দর্শনা থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৬৪ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। এ সময় ফেনসিডিলের মালিক নাস্তিপুরের শাহিন পালিয়ে গেলেও প্রাইভেট কারের চালক দর্শনা বাসস্ট্যান্ড হাজিপাড়ার মুন্নাকে আটক করে পুলিশ। গতকাল সোমবার বেলা ২টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে সামনে থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টার দিকে দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে ওসি (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান ফোর্স নিয়ে দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই স্থানে একটি সাদা রঙের প্রাইভেট কারে ফেনসিডিল তোলা হচ্ছিল। প্রাইভেট কারটির নম্বর: ঢাকা মেট্রো ব-১৫-৪০৫৫। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের মালিক পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মনুর ছেলে শাহিন পালিয়ে যান। পরে ৫৬৪ বোতল ফেনসিডিলসহ ওই প্রাইভেট কার ও তার চালক দর্শনা বাসস্ট্যান্ড হাজিপাড়ার লাল্টুর ছেলে মুন্নাকে (২১) আটক করে পুলিশ। পরে মাদকের মালিক শাহিনকে পালাতক দেখিয়ে প্রাইভেট কারের চালক মুন্নার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।