সকালে দর্শনা সড়কের আকাশ টাওয়ারের সামনে, পূবার্শা কাউন্টার, দর্শনা পুরাতন বাজার ও দর্শনা থানার সামনে সড়ক পরিস্কার করে। বৈষম বিরোধী ছাত্র আন্দেলনের সমন্বায়ক আবিদ হাসান রিফাত, সাদমান সাকিব ও অনিকের নেত্রীত্বে লিন্জা, মিতু, মোহিনী, শান্ত, ইসমাইল, তপু, সোহন, ইমন ও কাফি।
এসময় আবিদ হাসান রিফাত বলেন, আমরা কোটা আনন্দোলনে সাথে যেমন ছিলাম তেমনী দেশের সকল জরুরী সময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবো। এসময় তাদের পাশে থেকে সহযোগিতা করেন, সাংবাদিক মাসুম বিল্লাহ, আওয়াল হোসেন, ইকরামুল হক পিপুল ও মাস্ক দিয়ে সহযোগিতা করেন শিক্ষক জুয়েল ও রাজা।