দর্শনা পৌর ছাত্রলীগ সভাপতি ববি ইয়াবাসহ আটক

0
11

নিউজ ডেস্ক:দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে (২৮) ইয়াবাসহ আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা বড়ি। আটক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু ফুলতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার পিএসসি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ববি নামের এক যুবককে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা। এ ঘটনায় বিজিবির মুন্সিপুর বিওপির নায়েক জুলহাস আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা থানায় মামলা করে তাঁকে সোর্পদ করেন। দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, আজ শনিবার সকালে ছাত্রলীগের নেতা ববিকে আদালতে সোপর্দ করা হবে।