দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেয়র নির্বাচিত

0
36

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান বেসরকারিভারে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৯১ ভোট। দুপুরেই হাবিবুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার সময় জানান, দর্শনা পৌরসভা নির্বাচনে সর্বমোট ২৭ হাজার ৫২০ জন ভোটারের মধ্যে ১৯ হাজার ২৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নৌকা প্রতীকে মতিয়ার রহমান ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৯১ ভোট।