দর্শনা থানার আরও ৬ পুলিশ সদস্যসহ চুয়াডাঙ্গায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

0
25

জেলায় আক্রান্তের সংখ্যা ১২৩, আইসোলেশনে ৬ পুলিশ

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দর্শনা থানায় আরও ৬ পুলিশ সদস্যসহ জেলায় নতুন ১০ জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন যা. এ এস এম এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৩ জনে। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৫৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১০ জনের রিপোর্ট পজেটিভ এবং ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন করোনা শনাক্তদের ১০ জনের মধ্যে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একজন, সহকারী উপপরিদর্শক পদের তিনজন, কনস্টেবল পদের দুইজনসহ ছয়জন ও একজন কাজের মহিলাও রয়েছেন। এ ছাড়া সদর উপজেলার একজন ও আলমডাঙ্গা উপজেলার আরও দুইজন করোনা শনাক্ত হয়েছেন।
এর আগে গত শুক্রবার দর্শনা থানার ৬ পুলিশ সদস্যসহ নতুন ১১ জন করোনা শনাক্ত হন। গত শুক্রবার সিভিল সার্জন অফিস দুই ধাপে ৬৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ এবং ৫৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। করোনা শনাক্তদের ১১ জনের মধ্যে দর্শনা থানার উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদের পাঁচজন এবং একজন কনস্টেবল ছিলেন। এ ছাড়া বাকি পাঁচজনের বাড়ি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে।
এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে ৪১টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১১ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ৬ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ৬ জনের ও জীবননগর উপজেলা থেকে ১৮ জনের নমুনাসহ সংগৃহীত ৪১টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, দর্শনা থানার নতুন করোনা শনাক্ত ছয় পুলিশ সদস্যকেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে। একটি মেডিকেল টিম সদর উপজেলায় নতুন করোনা আক্রান্তের শারীরিক খোঁজ খবর নিয়ে রাতেই তাঁর আইসোলেসন ব্যবস্থা নিশ্চিত করবে।
জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, আজ (গতকাল রোববার) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ৫৭টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে ১০ জন করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে দর্শনা থানার ছয় পুলিশ সদস্য ও একজন কাজের মেয়েও আছে। এছাড়া সদর উপজেলার একজন ও আলমডাঙ্গা উপজেলার দুইজন আছে। রাতেই ছয় পুলিশ সদস্যকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে। করোনা শনাক্ত অন্য তিনজনের আইসোলেসন নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে। রাতেই তাঁদের শারীরিক ও আবাসিক অবস্থা বুঝে প্রাতিষ্ঠানিক আইসোলেশন বা হোম আইসোলেসনের ব্যবস্থায় নেওয়া হবে।
সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৩২৪টি, প্রাপ্ত রিপোর্ট ১২০২টি, পজেটিভ ১২৩টি, নেগেটিভ ১০৭৯টি, সুস্থ ৭৭ ও মৃত্যু ১। রোববার পাঠানো ৪১টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১২২টি।