নিউজ ডেস্ক: দামুড়হুদায় চোরাচালান বিরোধী অভিযানে হুন্ডির ৮ লাখ টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি মুন্সিপুর বিওপি ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান চালিয়ে মুন্সিপুর নিমতলা নামক স্থান থেকে চোরাচালানের হুন্ডির টাকাসহ মুন্সিপুর গ্রামের নুর হোসেনের ছেলে বিল্লাল (৩৮) কে আটক করে। আটককৃত বিল্লালের বিরুদ্ধে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করেছে বিজিবি। চোরাচালান বিরোধী অভিযানে নেতৃত্বে দেন মুন্সিপুর কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম।
এদিকে, চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. ক. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিন্ন ভিন্ন অভিযানে ২০ বোতল ফেন্সিডিল, ০৪টি শাড়ী, ০১টি থ্রীপিচ, ৭৫টি ব্রা, ০১টি জিন্স প্যান্ট, ১৩টি নাইট ড্রেস, ১৭টি আন্ডার ওয়ার প্যান্ট, ৩০টি প্লাজু, ০৪টি বেডশীট, ৬৪০টি জিলেট ব্লেড, ০৩টি ফিলিপস লাইট, ০৩টি হরলিক্স, ১১৩টি ডার্ক বিস্কুট, ১৫৬টি চকলেট, ০২টি শনপাপড়ী, এবং ১৩৫টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্বধার করা হয়েছে। এর সর্বমোট মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৮’শ টাকা। আটককৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।