দর্শনায় ৩০১ বোতল ফেনসিডিলসহ মেনন আটক

0
9

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০১ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান মেনন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া মেনন হাসান দর্শনা পরানপুরের আব্দুল জলিলের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে আটক করা হয়। গতকাল রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক হওয়া মেননকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সিপিসি-২, র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে একটি দল দর্শনার পরানপুর মাঠ-সংলগ্ন মাসুদের মাছ চাষের পুকুরের সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মেহেদী হাসান মেনন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁকে তল্লাশি করা হলে ৩০১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। গতকাল রাতে উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আটক মেননকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেছে র‌্যাব।