নিউজ ডেস্ক:দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন পাড়ার হারুনের বাড়ি থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। এ সময় পুলিশ কাউকে আটক করতে না পারলেও বাড়ির মালিক হারুনসহ ৩ জনকে পলাতক আসামী করে থানায় মাদক আইনে মামলা করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা ৩টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মিল্টনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন মাছ বাজার সংলগ্ন মৃত নুরুল ইসলামের ছেলে হারুন মিয়ার বাড়িতে এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির একটি ঘর থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে বাড়িতে কেউ না থাকায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে বাড়ির মালিক নুরল ইসলামের ছেলে হারুন (২২), নুরুল ইসলামে স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও মৃত লিটনের স্ত্রী লাবলী আক্তারকে (৩৫) পলাতক আসামী করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানায় দামুড়হুদা পুলিশ।