নিউজ ডেস্ক:দর্শনা ডাচ্-বাংলা ব্যাংকের গলি থেকে একটি ডিসকভারি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মল্লিকপাড়ার গোলজার হোসেনের ছেলে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক সাজেদুর রহমান বাবুল দর্শনা রেল বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের গলির ভিতরে তাঁর লাল রঙের ১০০ সিসি ডিসকভারি মোটরসাইকেল, যার ইঞ্জিন নম্বর লনসনঁশ-১৫১৮৮ ও চেসিস নম্বর সফ২ফংঢ়ধুুঁশি- ৯৬৮৪৯ রেখে ব্যক্তিগত কাজে পাশেই অবস্থান করছিলেন। কিছুক্ষণ পরে শিক্ষক বাবুল ফিরে এসে দেখেন, তাঁর মোটরসাইকেটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি বুঝতে পারেন, তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনার পর মোটরসাইকেলের মালিক সাজেদুর রহমান বাবলু (৪৭) দিশেহারা হয়ে পড়েন। ডাচ্-বাংলা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে চোরচক্রের এক ব্যক্তিকে দেখে গেছে। তবে চোরচক্রের ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্ল্যা সেলিম জানান, আশপাশের থানাগুলোতে জানানো হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রের সদস্যদের ধরার জন্য চেষ্টা চলছে।