দর্শনায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার

0
5

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দর্শনায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের মাঠ থেকে ৫৫ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল মদ উদ্ধার করে। এই উদ্ধারের ঘটনায় চোরাচালানের সাথে জড়িত সন্দেহে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের রাশেদ আলী ও জয়নগরের মোঃ মেগা এবং হুমায়ূনের নামে দামুড়হুদা থানায় মাদক মামলা দায়ের করেছে বিজিবি।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান জানান, ফেন্সিডিল ও মদ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনের নামে মাদক মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত ৫৫ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়।