নিউজ ডেস্ক:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের রুবি হাসপাতালের সহযোগিতার দর্শনায় ফ্রি টেলি মেডিসিনের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা রেলবাজারস্থ রুস্তম আলী সুপার মার্কেটের ২য় তলায় রুবি জেনারেল হাসপাতালের ইনফরমেশন সেন্টারে এ ফ্রি টেলি মেডিসিনের উদ্বোধন করা হয়। বাংলাদেশের পক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এবং ভারতের রুবি হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. কমল কুমার দত্ত সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্রি টেলি মেডিসিন সেবার উদ্বোধন করেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের রুবি হাসপাতালের সহযোগিতার দর্শনায় ফ্রি টেলি মেডিসিনের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা রেলবাজারস্থ রুস্তম আলী সুপার মার্কেটের ২য় তলায় রুবি জেনারেল হাসপাতালের ইনফরমেশন সেন্টারে এ ফ্রি টেলি মেডিসিনের উদ্বোধন করা হয়। বাংলাদেশের পক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এবং ভারতের রুবি হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. কমল কুমার দত্ত সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্রি টেলি মেডিসিন সেবার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এমপি আলী আজগর টগর বলেন, প্রতিবছর ভারতের রুবি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশের দর্শনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ মেডিকেল ক্যাম্পে ভারতের বিশেষজ্ঞ ডাক্তাররা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলাবাসীর ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে ওই সব বাংলাদেশের রোগীরা ভারতে গিয়ে আর চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে না। ফলে রোগ স্থায়ীভাবে নিরাময় সম্ভব হয় না। তবে এখন থেকে ভারতে না যেয়েও রুবি হাসপাতালের রোগীরা স স রোগের ডাক্তারদের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের রোগ সম্পর্কিত সব সমস্যার পরামর্শ ও ফ্রি টেলি মেডিসিনের সুবিধা পাবে। এ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরুজ মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাবুদ্দিন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট প্রমূখ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা রুবি জেনারেল হাসপাতালের মার্কেটিং পরিচালক মি. ফাল্গুনি চক্রবর্তী, জেনারেল ম্যানেজার অপারেশন শুভাশিস দত্ত, ফাইনান্স ও অ্যাকাউন্টস বিভাগের পরিচালক অরিন্দম সামন্ত, মেডিসিন কনসালটেন্ট ড. কুমারদিপ ব্যানার্জী ও ডেপুটি ম্যানেজার মার্কেটিং জন মোহাম্মদ মণ্ডল। বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালানা করেন দর্শনা নাগরিক কমিটির আহ্বায়ক গোলাম ফারুক আরিফ ও অফিস সহকারী রকি।