দর্শনায় ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

0
8

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২ শ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধার হওয়া মাদকসহ তাঁদের সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল সোমবার পৃথক সময়ে রাঙ্গিয়ারপোতা ও দর্শনা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
জানা যায়, ডিবি পুলিশের এসআই ইবনে খালিদ হোসেন দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দর্শন আজমপুরের মিণ্টুকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়া মিণ্টু একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। পরে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকসহ তাঁদের সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়।
অপরদিকে পুলিশ সূত্র জানায়, গোপন সংাবদের মাধ্যমে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানতে পারে, রাঙ্গিয়ারপোতা গ্রামের হাসিবুলের বাড়ির পাশের ছোট গর্তের ধারে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালান করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে লিটন মিয়া (৪০) নামের একজনকে তাড়িয়ে ধরা হয়। এ সময় তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২ শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হওয়া লিটন একই এলাকার হারুন অর রশিদের ছেলে।