দর্শনায় ফেনসিডিলসহ ভ্যানচালক সবুজ আটক

0
9

নিউজ ডেস্ক:দর্শনায় ফেনসিডিলসহ সবুজ (২২) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ রোকন নামের এক মাদক ব্যবসায়ীকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোল্লা মো. সেলিম ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মাঝপাড়ার আবু বক্করের ছেলে রোকন (৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর কাছে থাকা তিন বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে রোকনের ফেলে যাওয়া তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এদিকে একই স্থান থেকে চার বোতল ফেনসিডিলসহ সবুজ নামের এক পাখিভ্যানের চালককেও আটক করা হয়। পুলিশ সবুজকে আটক ও রোকনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।