দর্শনায় পৃথক অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

0
7

নিউজ ডেস্ক:দর্শনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা সেলিম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ছোট মসজিদের নিকট থেকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুর আলীকে (৩৭) তিন বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ছাড়া দর্শনা নীমতলা ও চেকপোস্টের মাঝামাঝি স্থানের মাঠ থেকে পরিত্যক্ত ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে দর্শনা পুলিশ। আটক সবুর আলীকে মাদক মামলার আসামি করে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। পুলিশ জানায়, আটক সবুর আলীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় তিনটি মাদক মামলা রয়েছে।