দর্শনায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

0
32

নিউজ ডেস্ক:সারা দেশের ন্যায় দর্শনায় নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দর্শনা পুরাতন বাজার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রুস্তম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মহাসিন আলী, হাবিবুর রহমান, সৈয়দ মজনুর রহমান, তমছের আলী, সিরাজুল ইসলাম, ফিট্টুসহ পৌর মুক্তিযোদ্ধা সংসদ নের্তৃবৃন্দ।

এসময় আরও বক্তব্য দেন, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, দর্শনা পুরাতন বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সোহেল, আ.লীগ নেতা শফিকুল ইসলাম, জুয়েল মাস্টার, যুবলীগ নেতা সোলাইমান হক, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন তপু প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে প্রকৃত ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতাই নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দর্শনার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক উন্নয়নমূলক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ আমজনতা অংশগ্রহণ করেন।