৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ৩ লাখ টাকার মালামাল লুট!
নিউজ ডেস্ক:দর্শনা পৌর এলাকার দক্ষিন চাঁদপুরের খামারপাড়ার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা নগদ প্রায় অর্ধলক্ষাধিকসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ডিজিটাল ক্যামেরা লুট করে নিয়ে গেছে একদল সংঘবদ্ধ চোর। বাড়িতে কেউ না থাকায় এ চোরের দল সুযোগ বুঝে এই চুরির ঘটনা ঘটায় বলে বাড়ির মালিক মারুফ জানায়।
জানা গেছে, দক্ষিন চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন খামারপাড়ার স্থায়ী বাসিন্দা হারুন-অর-রশিদের ছেলে মারুফ খুলনা ডিসি অফিসের একজন সরকারী চাকরীজীবী। চাকুরি সুত্রে খুলনায় অবস্থান করলেও তার স্ত্রী দর্শনায় তার নিজ ভবনের দোতলায় বসবাস করে। গত সোমবার তার স্ত্রী গ্রামের বাড়ী সুবলপুর গ্রামে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকায় দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল চোর বাড়ির পিছনের দোতালা ভবনের জানালার পাশের লোহার তৈরি গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের আলমারী, শোকেস ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ২০ হাজার টাকা মুল্যের একটি ডিজিটাল ক্যামেরা, নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক সাংবাদিকদের জানান, চোরচক্র আনুমানিক ৩ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে গেচে। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলী জানান, ছোটখাট একটি চুরির ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেছেন বাড়ির মালিক। পুলিশ আরও জানায় একটি চোরচক্র বেশ কিছুদিন ধরে সক্রিয় হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি তাদেরকে ধরার। দ্রুত চোরচক্রকে ধরা হবে বলে আশ্বাস দেয় পুলিশ।
উল্লেখ্য, মাস ছয়েক আগে দর্শনা পৌর এলাকার দর্শনা বাসস্ট্যান্ড সিএন্ডবিপাড়ার সিপি গোডাউনের পিছনে সেনা সদস্যর বাড়িতে, এরপর মাস্টারপাড়ার সদর আলী মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ব্রিটিশ টোবাকো কোং এজেন্ট দেশ ট্রেড লিংক অফিসের লকার থেকে সাড়ে ১৩ লক্ষ টাকা, দর্শনা মোহাম্মদপুরের চাতালের নিকট মুকুলের বাড়ির নিচতলার ভাড়াটিয়া ইস্পাহানী কোং অফিস থেকে প্রায় দেড় লক্ষ টাকা, দর্শনা মাস্টার পাড়ার কেরুজ ডিষ্টিলারী বিভাগের এজেন্ট রশিদের বাড়ির মালামাল লুট ও দর্শনা বাসস্ট্যান্ড-হল্ট স্টেশন সড়কের মিকাইল মবেল সেন্টারের সার্টারের তালার বোল্ট ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা এবং সর্বশেষ দর্শনা বাসস্ট্যান্ড খামার পাড়ার মারুফের বাসায় চুরি।