মহাসড়কে ট্রাকে টোল আদায় : আদায়কারীদের ভুলের কারণে
নিউজ ডেস্ক:দর্শনায় টোল আদায়কারীদের ভুলের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চলে গেল সড়কের ধারে। এতে কোন হতাহত বা আহতর ঘটনা না ঘটলেও ট্রাকটি ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় টোল আদায়কারীরা ভো-দৌঁড় দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে দর্শনা-জীবননগর সড়কের তেলপাম্পের সন্নিকটে। এদিকে সচেতন মহল দাবি তুলেছে প্রধান সড়ক থেকে টোল আদায় বন্ধের। জানাগেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর অভিমুখ হতে একসাথে ৩টি ট্রাক দ্রুত গতিতে দর্শনার দিকে ছুটে আসতে থাকে। এসময় ট্রাক ৩টি দর্শনা-জীবননগর সড়কের দর্শনা তেলপাম্পের সন্নিকটে পৌছালে সেখানে পৌর সভার ইজারাকৃত টোল আদায় কাজে নিয়োজিত সদস্যরা ট্রাকের গতিরোধ করতে আচমকা ভাবে লাঠিসোটা নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে ট্রাক থামানোর চেষ্টা করে। এসময় ট্রাক চালক কোন কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত ব্রেকচেপে দাঁড়িয়ে পড়ে সড়কের উপর। এরপর দ্বিতিয় ট্রাকটিও একই ভাবে দাঁড়িয়ে পড়লেও তৃতীয় ট্রাকটি যার নং- ঝিনাইদহ-ট-১১-১৬০২, নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে সড়কের ডানদিকে গর্তের মধ্যে পড়ে যায়। এতে কোন হতাহত বা আহতের ঘটনা না ঘটলেও ট্রাকটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এঘটনা ঘটতে দেখে সেখানে টোল আদায় কাজে নিয়োজিত সদস্যরা ভো-দৌড় দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সেখানে লোকজন উপস্থিত লোকজন হাজির হলে তারা দাবি তুলে বলেন, এখানে টোল আদায়ের কারণে প্রায়, প্রায় ছোটখাট দূর্ঘটনা ঘটে থাকে। এ ব্যাস্ততম সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি পাশের আলহেরা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারন মানুষ যাতায়াত করে থাকে। যে কোন সময় প্রাণহানিসহ বড় ধরনের দূর্ঘটনা ঘটার আগেই টোল আদায় বন্ধের দাবি জানায়। দর্শনা মটরশ্রমিক শাখা কার্যালয়ের সভাপতি মোতালেব জানায়, গত ৩ জানুয়ারী চুয়াডাঙ্গার নজরুল নামের এক ট্রাক ড্রাইভারকে মারধর করে টোল আদায়কারীরা। এবিষয়ে তাদেরকে জানানো হলে সকল অভিযোগ অস্বিকার করেন। শুধুমাত্র পৌর এলাকায় মালামাল লোড-আনলোডকৃত পরিবহন ছাড়া কোন পরিবহনের টোল আদায়ের নিয়ম নেই। তার পরেও অবৈধ ভাবে টোল আদায় করে চলেছে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।