দর্শনায় গাঁজাসহ মেহেরপুরের তরিকুল আটক

0
8

নিউজ ডেস্ক:দর্শনায় গাঁজাসহ তরিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁকে দর্শনা বাসস্ট্যান্ড খামার পাড়া থেকে আটক করা হয়। আটক তরিকুল মেহেরপুর সদর উপজেলার বারাদি গহেরপুরের তাহাজ উদ্দীনের ছেলে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় এক শ গ্রাম গাঁজাসহ তরিকুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাঁকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।