নিউজ ডেস্ক:দর্শনায় দীর্ঘ ৪ মাস পর গরুর পেট থেকে উদ্ধার হলো ৩০ হাজার টাকা মূল্যের সোনার চেইন। ঘটনাটি ঘটেছে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝপাড়ার কেরুজ চিনিকলের গ্যারেজ বিভাগের মেম্বার আজিবার রহমানের ছেলে শরিফুল ইসলামের বাড়িতে। গরুর মালিক শরিফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে বছরখানেক আগে একটি গরু কিনে বাড়িতে পোষা শুরু করেন তিনি। একপর্যায়ে চার মাস আগে শরিফুলের স্ত্রী গরুর খাবার দিতে গেলে তাঁর গলায় থাকা সোনার চেইনটি ছিড়ে গরুর খেতে দেওয়া ঘাসের ভেতরে পড়ে যায়। এ সময় গরু ঘাসের সঙ্গে চেইনটি খেয়ে নেয়। এ কারণে ঘাসের ভেতরে অনেক খোঁজাখুঁজির পরও ৩০ হাজার টাকা মূল্যের চেইনটি আর পাওয়া যায়নি। পরে ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে গরুটি জবাই করা হয়। বাড়ির গৃহিনী শরিফুলের মা ও স্ত্রী গরুর ভুড়ি পরিষ্কার করতে গেলে গরুর সাতপর্দার ভেতরে সোনার চেইনটি খুঁজে পান। এতে বাড়ির লোকজন আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এ ঘটনা এলাকাই ছড়িয়ে পড়লে সোনার চেইনটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে শরিফুলের বাড়িতে। পরে সোনার দোকানে গিয়ে চেইনটি ওয়াশ করে বাড়িতে আনা হয়।