দর্শনায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

0
8

নিউজ ডেস্ক:দর্শনায় মাদকবিরোধী অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে দর্শনা শান্তিপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি দর্শনা শান্তিপাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী আলোচিত মাদক ব্যবসায়ী শিরিনা বেগম (৪৫)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মারুফ মামুন ও রাকিব ফোর্স নিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ১০৭ পিস ইয়াবাসহ বাচ্চু মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী শিরিনা বেগমকে (৪৫) আটক করে পুলিশ। পরে পুলিশ উদ্ধার হওয়া মাদকসহ আসামিকে দামুড়হুদা মডেল থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়।